
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় উভয় ট্রাকের তিনজন আহত হয়েছে।
নিহতরা হলেন- শেরপুর জেলার বাসিন্দা ও ট্রাক চালক সোহেল এবং মুরগি ব্যবসায়ী টাঙ্গাইলের মির্জাপুরের বাসিন্দা আমিনুর।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল -যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক এসআই কামরুল হাসান নিশ্চিত করেছেন।
কামরুল হাসান জানান, জামালপুর থেকে ঢাকাগামী হাঁস-মুরগী বোঝাই ট্রাক সামনে থাকা অপর একটি কার্ভাড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক ও মুরগি ব্যবসায়ী মারা যায়। এসময় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]