তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ২০:২১
তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সোমবার (৮ ডিসেম্বর) সকালে তালা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ।


প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।


তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে জলবায়ু পরিবর্তন জনিত জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির সহযোগিতার লক্ষ্যে হিউমানিটারিয়ান এ্যাসিসট্যানটস টু দি ওয়াটারলগিন এ্যাফেকটেট হাউসহোল্ডস ইন তেঁতুলিয়া ইউনিয়ন, তালা, সাতক্ষীরা নামীয় প্রকল্পের আওতায় এবং টুয়ার্ডস গ্রেটার ইফেকটিভনেস এন্ড টাইমলাইনস ইন হিউমানিটারিয়ান ইমারজেন্সি রেসপন্স (টুগেদার-২.০) কর্মসূচীর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প ফোকাল পয়েন্ট জোশেফ মন্ডল।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিক ইমাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, মুক্তি ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুনন্দা ভদ্র, মিল এন্ড ডকুমেন্টেশন অফিসার কানিজ ফাতেমা প্রমুখ।


বিবার্তা/সেলিম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com