নরসিংদীতে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধসহ আহত ১০
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৪
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধসহ আহত ১০
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চল নিলক্ষ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া (২৫) নামে এক কুয়েত প্রবাসী নিহত হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০জন গুলিবিদ্ধ হয়ে আহত হবার খবর পাওয়া গেছে।


৮ ডিসেম্বর, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিলক্ষ্যার দড়িগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কুয়েত প্রবাসী মামুন মিয়া একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি গত ১৫দিন আগে ছুটিতে দেশে আসেন।


নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই নিলক্ষ্যার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। সোমবার সকালে স্থানীয় হরিপুর বাজারে ফেলু মিয়ার নাতিন জামাই কুয়েত প্রবাসী মামুন মিয়ার সাথে বাগবিতন্ডায় জড়ায় প্রতিপক্ষের লোকজনেরা। এসময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ও হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে মামুনসহ কয়েকজন আহত হয়। পরে আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।


গুলিবিদ্ধ হয়ে আহত মামুনের পিতা আব্দুল আউয়াল মিয়া (৫৫) এবং পরশ মিয়া (৪৫) নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজন নিহত হবার খবর শুনেছি। পুরোপুরি তথ্য সংগ্রহ করে পরে বিস্তারিত জানানো হবে।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com