শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ নেতাকর্মীরা
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০০:৪৯
শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ নেতাকর্মীরা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে নির্বাচনী সমাবেশ করার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। গোপালগঞ্জ-৩ আসনের ওই প্রার্থীর নাম মো. মারুফ শেখ। আজ রোববার কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।


জানা গেছে, রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে কোটালীপাড়া মার্কেট থেকে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। পদযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এসময় জুতা পায়ে মো. মারুফ শেখসহ নেতাকর্মীরা শহীদ মিনারে উঠেন। এ ঘটনায় উপজেলাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


কোটালীপাড়া উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের আহবায়ক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এখন বিজয়ের মাস। বিজয়ের মাসে শহীদ মিনারে জুতা পায়ে উঠা আপত্তিমূলক। যেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই সেখানে জুতা পায়ে উঠে মানে তাদের অশ্রদ্ধা করলাম। তাহলে আমরা শহীদদের জন্য কি করলাম। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’


এ বিষয়ে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী মো. মারুফ শেখের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা সভাপতি তসলিম হুসাইন সিকদার বলেন, ‘শুধু বিজয়ের মাস নয়, প্রত্যেকটি দিবসে আমাদের দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের সম্মান জানাতে হবে। আমার মনে হয়, এটি তারা না বুঝেই করে ফেলেছেন।’


এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, ‘ওই সময় আমি পরিষদে ছিলাম না। এমন একটি ভিডিও আমিও দেখেছি। তবে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা না বলে কোনো মন্তব্য করতে পারব না।’


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com