গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৪:২২
গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলা নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন - নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই এলাকার মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে মেহেদী হাসান সবুজ সরকার (৩৮), একই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (৩০) এবং হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে হুমায়ন কবির (২৮)।


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামে বাবলু মিয়ার পরিত্যক্ত ঘরে মাদক বিরোধী অভিযান চালিয়ে মেহেদী হাসান সবুজ সরকার, আপেল মাহমুদ ও হুমায়ন কবিরকে গ্রেফতার করে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪৭ পুরিয়া হেরোইন, ২৭ পিস ইয়াবা, ১টি ধারালো চাপাতি ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭ শত টাকা উদ্ধার করা হয়।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে মাদককের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চলবে।


বিবার্তা/নূর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com