
যশোরে র্যাব–৬ এর পৃথক অভিযানে হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের বহুল আলোচিত শামীম শেখ হত্যা মামলার আসামি সাইফুল ফকিরকে (২৪) গাজীপুরের টঙ্গী পূর্ব থানার জয়দেবপুর এলাকা থেকে এবং ২০১২ সালের আকাশ হত্যা মামলার আসামি আলামিনকে যশোর রেলস্টেশন এলাকা থেকে আটক করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ও রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
জানায়, র্যাব–৬, সিপিসি–৩ যশোরের একটি দল জানতে পারে—যশোর অভয়নগর উপজেলার শামীম শেখ হত্যা মামলার অন্যতম আসামি সাইফুল ফকির গাজীপুরের জয়দেবপুর জনতা ব্যাংক সংলগ্ন এলাকায় আত্মগোপনে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব–১ এর সহযোগিতায় এনএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় শুভরাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে বসে মোবাইল গেম খেলছিল শামীম শেখ (২০) ও তার বন্ধুরা। এসময় সাইফুল ও তার সহযোগীরা স্কুল মাঠে এসে তাদের চোখে লাইট মারে। ‘তোরা কেডা?’ প্রশ্ন করা হলে আসামিরা গুলি লোড করে তাড়া দেয়। পালানোর সময় শামীমের কপালে গুলি লাগে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব–৬ এর আরেকটি দল যশোর রেলস্টেশন সংলগ্ন রূপসা হোটেলে অভিযান চালিয়ে ২০১২ সালের আলোচিত আকাশ হত্যা মামলার পলাতক আসামি আলামিনকে আটক করে। তিনি শহরের রায়পাড়া তালতলা এলাকার ইসমাইল হোসেন খোকনের ছেলে। গ্রেফতারের পর আলামিনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/আবেদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]