
যশোরের কেশবপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা (হাজতী নম্বর-২৮২৪) উজ্জ্বল বিশ্বাসের (৪১) মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আটক হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গভীর রাতে যৌথবাহিনী অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জ্বলসহ চারজনকে আটক করে।
উজ্জ্বল বিশ্বাস কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে এবং স্থানীয় যুবদলের একজন সক্রিয় নেতা।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উজ্জ্বলকে যশোর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়। কারাগারে আনার সময় থেকেই তিনি অসুস্থ ছিলেন। তার নথিতে উল্লেখ ছিল উজ্জ্বল গণপিটুনির শিকার হয়েছেন। ফলে তাকে সঙ্গে সঙ্গে কারা হাসপাতালে নেওয়া হয়।
যশোর সদর হাসপাতালের দ্বায়িত্বে থাকা চিকিৎসক জানান, উজ্জ্বলের শরীরের বিভিন্ন অংশে চাপা আঘাতের চিহ্ন ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
অভিযানের সময় উজ্জ্বলের কাছ থেকে একটি রামদা, তিনটি হাসুয়া ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক চারজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক তিনটি মামলা করে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
জেলার আবিদ আহম্মেদ বলেন, রাতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। প্রায় ১৫ মিনিটের মধ্যে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/আবেদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]