
দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। সেই সাথে বয়ে যাচ্ছে উত্তরের মৃদু শীতল বাতাস। একদিকে তাপমাত্রা কমে যাওয়া আর অন্যদিকে মৃদু শীতল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬ টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণগার জেলার তাপমাত্রা রেকর্ড করে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী গতকাল বুধবার সকাল ৬ টায় ও ৯ টায় জেলার তাপমাত্রা ছিলো ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৮৭ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, এখন থেকে প্রতিদিনই একটু একটু করে জেলার তাপমাত্রে কমতে থাকবে। উত্তর দিক থেকে নেমে আসা হিম শীতল বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে।
এদিকে জেলায় শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বেড়েছে শীত জনিত রোগ। আবহাওয়া পরিবর্তনের ফলে বিষেশ করে শিশুরা ঠান্ডা-সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছেন। শীত মৌসুমে শিশুদের পোশাক, চলাফেরা ও খাওয়ার ব্যাপারে অবিভাবকের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
বিবার্তা/আসিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]