
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মোংলা সমুদ্র কর্তৃপক্ষ।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১২টায় মোংলা বন্দর ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বন্দর জেটিতে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। এরপর প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে বন্দর জেটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সর্বোচ্চ বন্দর ব্যবহারকারীদের ক্রেস্ট প্রদান, কৃতিত্বপূর্ণ কাজের জন্য নির্বাচিত কর্মকর্তা কর্মচারীদর ক্রেস্ট প্রদান, বিদায়ি কর্মকর্তা কর্মচারীদর ক্রেস্ট প্রদান করা হয়। মোংলা বন্দরের অগ্রগতি কামনায় দোয়া অনুষ্ঠান এবং মধ্যাহ্ন ভোজের মধ্যদিয়ে শেষ হয় বন্দরের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান'র সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় সামরিক বেসামরিক কর্মকর্তা, বন্দরের বিভিন্ন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা, মোংলায় কর্মরত সংবাদ কর্মিগন, সিবিএ নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
আজ ৭৫ বছরে পদার্পণ করলো দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা। ৭৪ বছর আগে ১৯৫০ সালর ১ ডিসেম্বর দেশের সামুদ্রিক বন্দর হিসেবে যাত্রা শুরু করে মোংলা। একই বছর ১১ ডিসেম্বর পশুর নদীর জয়মনির ঘোল "দি সিটি অব লিয়নস" নামক একটি ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ নোঙরের মাধ্যমে প্রথম মোংলা বন্দরের কার্যক্রম শুরু হয়। ১৯৮৭ সালের পোর্ট অব চালনা অথরিটি এ্যাক্ট অনুসারে প্রথম চালনা বন্দর কর্তৃপক্ষ এবং পরবর্তীকালে মোংলা পোর্ট অথরিটি নাম প্রতিষ্ঠা লাভ করে।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]