টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৫:৩৩
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।


শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদস্মৃতি পৌরউদ্যান প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক ও সাধারণ জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়ের সূচনা হয়েছিল। বক্তারা এ দিনটিকে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রতীক হিসেবে বর্ণনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com