
টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল হিসেবে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের ছয়আনী বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন জেলা থেকে রং মেশানো মথ বীজ এনে তা মুগ ডাল হিসেবে বিক্রি করছেন, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে শহরের ছয়আনী বাজারের ‘মা লক্ষ্মী এন্টারপ্রাইজ’ ও ‘অনিক এন্টারপ্রাইজ’ নামের দুই দোকানের মালিককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযানে জব্দ করা ডালসমূহ যেখান থেকে ক্রয় করা হয়েছে সেখানে ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দিতে এবং এর প্রমাণস্বরূপ মেমো দেখাতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের ক্ষতিকর কেমিক্যাল মেশানো ও নকল ভেজাল খাদ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।
বিবার্তা/ইমরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]