
শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৩ নভেম্বর) রাতে শহরের পৌর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।
তবে এনসিপি নেতার অভিযোগ, এক ছাত্রলীগ নেতা তাকে মোবাইল ফোনে হুমকি দেয়ার পরই এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তার ব্যক্তিগত কার্যালয় শহরের পৌর ঈদগাহ মাঠের পাশে। সোমবার রাতে দুর্বৃত্তরা তার ওই কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
পরে বোমা বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে এনসিপির জেলা সিনিয়র যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, ‘আমি শুরু থেকেই এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের পক্ষ থেকে আমাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হচ্ছে। সোমবারও আমার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে ফেলার হুমকি দেয়া হয়। এরপরই আমার ব্যক্তিগত কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটানো হয়।’
তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের সময় আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে ভয় পাইনি। তাই এটা দেখিয়ে কোনো ফল হবে না। দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]