
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর জেলার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শরীয়তপুর-১, শরীয়তপুর-২ ও শরীয়তপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন যথাক্রমে সাইদ আহমেদ আসলাম, শফিকুর রহমান কিরণ ও মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
দলীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর-১ আসনে মনোনীত সাইদ আহমেদ আসলাম স্থানীয়ভাবে দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।
শরীয়তপুর-২ আসনে প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। তিনি ২০০১ সালের নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন। দলীয় সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তার কারণে এবারও তাকে মনোনয়ন দেয়া হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, শরীয়তপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। তিনি বিএনপির যুব সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
দলীয় নেতারা জানান, প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই তারা স্থানীয় পর্যায়ে গণসংযোগ, কর্মীসভা ও সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছেন। শরীয়তপুরে দীর্ঘদিন পর বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
তিনজন প্রার্থী মনোনয়ন পাওয়ায় জেলার সর্বত্র আনন্দ ছড়িয়ে পড়ে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে শহরের চৌরঙ্গী মোড় থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পালং উত্তর বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান মাদবর, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল আমিন মুন্সী, সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকিরসহ সহস্রাধিক নেতাকর্মী।
মিছিলে নেতারা বলেন, শরীয়তপুরের তিনটি আসনেই বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি জনগণের পাশে থাকবে বলেও তারা অঙ্গীকার ব্যক্ত করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]