
রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে রিয়াদ আলী শেখ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর ।
রবিবার (২ নভেম্বর) সকালে রাজবাড়ী ফায়ার সার্ভিস অফিসের সামনে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম রিয়াদ আলী শেখ রাজবাড়ী সদর উপজেলার দাদশি ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমত আলী শেখের ছেলে। আহত রওনক সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “রাজবাড়ীর বড়পুলগামী মোটরসাইকেলটি সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দু’শ মিটার দূরে গিয়ে পড়ে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে যাই।”
আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, নিহত রিয়াদ আলী ও আহত রওনক সকালে শ্রীপুর বাজারের একটি বেকারি কারখানায় কর্মরত ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা মোটরসাইকেলে করে রাজবাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেন, যেখানে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
এসআই সাজ্জাদ হোসেন আরও জানান, অতিরিক্ত গতি এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]