
''সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" প্রতিপাদ্যে রাজবাড়ীর পাংশায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। এছাড়াও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, কৃষি ফার্ম ইনচার্জ ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, জনস্বাস্থ্য প্রকৌশলী নাসির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই।সেইসাথে ‘সমবায় ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন’ বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]