 
        
 অঅ-অ+
অঅ-অ+
                    গাজীপুরের জয়দেবপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বগিটি তোলার পর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন ছেড়ে গেছে। এর আগে, দুপুর ২টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জাংশনের অদূরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হাসান। তিনি বলেন, বিকেল ৫টা ৪০ মিনিটে ট্রেনের বগি উদ্ধার হয়েছে। এরপর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে যাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি।
জানা যায়, ট্রেনটি কয়েকশ যাত্রী নিয়ে ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এ সময় জয়দেবপুর জাংশনের কাছে পৌঁছলে হঠাৎ যাত্রীবাহী দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ট্রেনে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে বগি উদ্ধারে দুটি উদ্ধারকারী দল বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে বিকেল ৫টা ৪০ মিনিটে উদ্ধার করে। পরে ট্রেনটি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যায়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]