সারাদেশ
আশুলিয়ায় গুলি ও মাদকসহ গ্রেফতার ৭
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১৬:৩৪
আশুলিয়ায় গুলি ও মাদকসহ গ্রেফতার ৭
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় অস্ত্র গুলি ও মাদকসহ সাতজনকে গ্রেফতার করেছে সেনা বাহিনী।


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতভর আশুলিয়ার গাজীরচট ও কান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।


জামগড়া আর্মি ক্যাম্প জানায়, দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজীরচট এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। পরে রাতে গাজীরচট এলাকায় স্থানীয়রা পাঁচ রাউন্ড ফাঁকা গুলির শব্দ শুনতে পায়। পরে জামগড়া আর্মি ক্যাম্প গুলির শব্দের কথা শুনে সেখানে গিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মেহেদী হাসানমিঠুন, মোজাম্মেক ভুইয়া, জাহিদুল ইসলাম ও মাসুমা আক্তার রিয়াকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি পিস্তল, আট রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, ৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, ৪টি চাপাতি ছুরি, ১টি শটগানের বাটস্টক, ১টি হকি স্টিক, ৩ হাজার চল্লিশ পিচ ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, চার লিটার বিদেশি মদ, ২টিইলেকট্রিক শকার, ১৩টি মোবাইল, ৩টি ওয়াকি টকি উদ্ধার করা হয়।


অপরদিকে কান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলো- নায়ন আলী, বাবর হোসেন বাবুল ও গোলাম রাব্বি। এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি দেশীয় অস্ত্র, ২০০ গ্রাম গাঁজা ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।পরে সকালে গ্রেফারকৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com