
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে ‘সেলফি’ পরিবহনের সাতটি বাস আটক করেছে শিক্ষার্থীরা। বাসগুলো বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রাখা হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, গতকাল রাতে ‘সেলফি’ পরিবহনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী সাফায়ত গাবতলী
থেকে বিশ্ববিদ্যালয়ে আসার সময় সেলফি পরিবহনে ভাড়া নিয়ে তর্ক বিতর্ক হয় । পরে এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে সহকর্মীদের জানালে তারা ঢাকা আরিচা মহাসড়কে চলাচলরত সাতটি বাস আটক করে রাখে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]