
সাভারে পূর্ব শত্রুতার জেরে আবু সাঈদ নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করেন তারা। এতে নিহতের পরিবার আত্মীয়-স্বজন ও কয়েকশো এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত ২২ অক্টোবর রাত ৯টার দিকে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকার কৃষক আবু সাঈদকে কুপিয়ে হত্যা করে আওয়ামী লীগের সমর্থক জাকির বাহিনী ও তার লোকজন। এ ঘটনায় ২৩ অক্টোবর সাভার মডেল থানায় ২৬ জনের নামউল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরে আজ আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এসময় তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করতে পারলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুমকি দেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]