
নরসিংদীর মাধবদীতে একটি টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল চারটার দিকে নূরালাপুর ইউনিয়নের বিরামপুর কালিবাড়ী রোডে হাজী টেক্সটাইল মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মোঃ জালাল উদ্দিনের মালিকাধীন হাজী টেক্সটাইলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত আগুন মিলের ভিতরের সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
টেক্সটাই মিলের মালিক হাজী জালাল উদ্দিন জানান, অগ্নিকান্ডে তার মিলের সুতা, কাপড় ও মেশিনপত্রসহ প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
মাধবদী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ রায়হান বলেন, খবর পেয়ে সোয়া চারটায় মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ও নরসিংদী ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মিলের কিছু সুতা ও কাপড় ক্ষতিগ্রস্থ হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]