গুলশানে সড়কে গাছ পড়ে যানচলাচল বন্ধ, ৪ ঘণ্টা পর সচল
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১২:২৬
গুলশানে সড়কে গাছ পড়ে যানচলাচল বন্ধ, ৪ ঘণ্টা পর সচল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গুলশান-২ এ সড়ক ডিভাইডারে থাকা একটি বড় গাছ উপড়ে পড়েছে। এ ঘটনায় নতুন বাজার থেকে গুলশান-২ প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যায়।


বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে গাছটি আকস্মিকভাবে উপড়ে পড়ে। এরপর থেকে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। চারদিকে যানবাহনের চাপ তৈরি হতে থাকে। পরে সিটি করপোরেশনের সহযোগিতায় সড়কে উপড়ে পড়া গাছটি অপসারণ করেছে ট্রাফিক পুলিশ।


গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, গুলশান-২ থেকে নতুন বাজার রাস্তা পর্যন্ত দুই লেনে মাঝে চলছে এমআরটি লাইন-৫ এর সেবা লাইন সরানোর কাজসহ বিভিন্ন নির্মাণ কাজ। এ কারণেই এমনিতেই এ এলাকায় বাড়তি চাপ আছে। সড়কের মাঝখানে খোঁড়াখুঁড়ির কাজ চলছে।


এরমধ্যেই আজকে রোড ডিভাইডারে থাকা একটি বড় গাছ সড়কে উপড়ে পড়ে, এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে উত্তর সিটি করপোরেশনকে বলে গাছটি অপসারণ করা হয়েছে। প্রায় ৪ ঘণ্টা পর সড়কের ওই অংশটি সচল হলে যান চলাচল স্বাভাবিক হয়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com