র‍্যাবের পোশাক পড়ে মুরগিবোঝাই কাভার্ডভ্যান ডাকাতি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৭:৫০
র‍্যাবের পোশাক পড়ে মুরগিবোঝাই কাভার্ডভ্যান ডাকাতি
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশায় র‍্যাবের পোশাক পড়ে মুরগিবোঝাই কাভার্ডভ্যান ডাকাতির অভিযোগ উঠেছে। তবে চালক ও সহযোগীদের মুখবেঁধে ফেলে গেছে ডাকাত দল।


মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।


জানা গেছে, ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জ উপজেলা থেকে সোনালি মুরগিবোঝাই ফরিদপুরগামী কাভার্ডভ্যান পাংশায় মৈশালা বাসস্ট্যান্ডে থামিয়ে দেয় র‌্যাবের পোশাক পরা কয়েকজন লোক। র‌্যাবের পোশাক পরে ১৪ জন ব্যক্তি কাভার্ডভ্যানে থাকা চালকসহ তিনজনের হাত ও মুখ বেঁধে ফেলেন।এরপর একটি প্রাইভেটকারে জিম্মি করে কাভার্ডভ্যানসহ তাদের রাজবাড়ীর দিকে নিয়ে যায়। পরে মুরগির ভ্যানটি রেখে অপহৃত তিনজনকে কুষ্টিয়া জেলার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায়।


কাভার্ডভ্যানের মালিকের ভাই জিসান বলেন, সোনালি মুরগিভর্তি একটি কাভার্ডভ্যান ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জ উপজেলা থেকে কুষ্টিয়া হয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। গাড়িতে চালক সবুজ ও তার দুইজন সহযোগী রাকিব ও নাঈম ছিল।গাড়িটি পাংশার মৈশালা পৌছালে আমাদের গাড়ি সিগন্যাল দেয় র‌্যাবের পোশাক পরা ১৪ জন ব্যক্তি। সিগন্যাল মান্য করে আমাদের চালক গাড়ি থামিয়ে দেয়। এরপর তাদের জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে ডাকাত দলের সদস্যরা। তাদের জিম্মি করে মুরগিভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়।গাড়িসহ ৫ লাখ ১০ হাজার টাকার মুরগি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।


ফরিদপুর র‌্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা অংশে একটি ডাকাতির ঘটনা আমরা শুনেছি। প্রাথমিকভাবে শুনেছি, র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। আমাদের টিমের সদস্যরা সেখানে কাজ করছেন।


পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, এমন ঘটনা আমার জানা নেই, আমি ছুটিতে আছি।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com