রাজবাড়ীতে বাসের ধাক্কায় পথচারী নিহত
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৫:৪০
রাজবাড়ীতে বাসের ধাক্কায় পথচারী নিহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর গোয়ালদে যাত্রীবাহী বাসর ধাক্কায় মকিম সরদার (৮০) নাম এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত গোয়ালন্দের সানাউল্লাহ ফকিরপাড়ার দিরাজ সরদারের ছেলে।


মঙ্গলবার (২১ অক্টাবর) দুপুর ১ টার দিক উপজেলার দৌলতদিয়া ভূমি অফিসর সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মকিম সরদার রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুত গতির ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।


নিহতের ছেলে আরব আলী সরদার জানান, তার বাবা রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মত্যু হয়।


রাজবাড়ীর আহলাদিপুর হাইওয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মা. শামিম শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করা হয়। তবে চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় প্রয়াজনীয় আইনি প্রক্রিয়া চলছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com