গাজীপুরে ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থী খুন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২:০৩
গাজীপুরে ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থী খুন
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের হত্যার রেশ কাটতে না কাটতেই ঢাকার পাশের জেলা গাজীপুরে পলিটেকনিকের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।


গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন জাহিদুল আহসান জিহাদ নামে ওই শিক্ষার্থী। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।


রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে এ ঘটনা ঘটে।


টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।


জাহিদুল আহসান জিহাদ টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের আরএসি বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মাগরিবের নামাজের পর জিহাদ তার মায়ের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে পলিটেকনিকের ৪র্থ সেশনের ফি রকেটের মাধ্যমে টাকা জমা দেওয়ার জন্য কলেজ রোডের দিকে যাচ্ছিলেন। আউচপাড়ার সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে ঢুকলে অজ্ঞাতনামা ৪/৫ জন ছিনতাইকারী জিহাদ ও তার বন্ধু রহমান, আরিফ হোসেনের গতিরোধ কর। রহমান এবং আরিফ দৌড়ে পালিয়ে যায়। পরে জিহাদকে একা পেয়ে ছুরিকাঘাত করে।


আহত জিহাদ তাদের ধাওয়া করার চেষ্টা করলে বেশি রক্তপাতের কারণে ফুটপাতে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিহাদ মারা যান। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং গভীর রাতে অভিযান চালিয়ে এরশাদ নগর এলাকা থেকে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে।


টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ বলেন, ছুরিকাঘাতে জাহিদুল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। এ ব্যাপারে চারজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


জিহাদের হত্যার কিছু সময় আগে পুরান ঢাকার আরমানিটোলার মাহুতটুলিতে পানির পাম্প গলির নুর বক্স লেনের একটি ভবনের সিঁড়ি থেকে জুবায়ের হোসাইন নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com