
বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয় বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশর উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে স্নাতক এবং কাঠামোগত রূপান্তর, অর্থনৈতিক রূপান্তরে যুব ও শিক্ষাবিদের ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনারে যোগ দিয়ে তিনি মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সজাগ অন্তবর্তীকালীন সরকারের প্রতি বিশ্ববাসীর পূর্ণ সমর্থন রয়েছে বলেও বলেন তিনি। এসময় ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর প্রাক্তন সভাপতি ডক্টর
মো. সবুর খান, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবির সেমিনারে বক্তব্য রাখেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]