
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে ডুবে তাহমিদ শেখ নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের হাসান শেখের ছেলে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে প্রায় ৯ টার দিকে নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের হাসান শেখের বাড়ির পাশের একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, তাহমিদ শেখ বাড়ির পাশের পুকুরে পড়ে খেলাধুলা করছিল। হঠাৎ তাকে আর না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে।পরে পানির ওপর ভাসতে দেখা গেলে দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা এসময় জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। পরে তাকে পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে যায়।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]