সাভারে নারী শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ৩ কারখানা বন্ধ
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৪:০০
সাভারে নারী শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ৩ কারখানা বন্ধ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আশুলিয়ার শিল্পাঞ্চলে গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গ্রুপের তিনটি কারখানায় শ্রমিকরা টানা পঞ্চম দিনের মত আজও কমবিক্ষোভ কর্মসূচি পালন করছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও সেনাবাহিনীসহ বিভিন্নআইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানা ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে।


আশুলিয়ার পলাশবাড়ী এলাকার গিল্ডেন অ্যাক্টিভ ওয়্যার বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা আজও সকাল থেকে বিক্ষোভ শুরু করছে। এদের সাথে যোগ দিয়েছেন জামগড়ার গিল্ডেন গারমেন্টস লিমিটেড ও নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মালিক কর্তৃপক্ষ তিনটি কারখানাই বন্ধ রেখেছে।


গত (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গিল্ডেন গ্রুপের শ্রমিক তাজমিনা খাতুন (২৫)। তিনি নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।


আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, গর্ভবতী অবস্থায় অসুস্থ হলে তাজমিনার ছুটি ও চিকিৎসা সহায়তা করেনি কর্তৃপক্ষ। সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করতে চাইলে তাতেও বাধা হয়ে দাঁড়ায় কারখানা কর্তৃপক্ষ। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে যেখানেই তাঁর মৃত্যু হয়।


শ্রমিকদের দাবি, সম্প্রতি নিয়োগপ্রাপ্ত কিছু বিদেশি কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ সহ নানা অনিয়ম করে চলেছে । এ সকল দায়ীদের বিদেশি কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তাঁরা।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com