পুলিশের ধাওয়া খেয়ে ধানমন্ডির বিভিন্ন গলিতে জুলাই যোদ্ধারা
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৪:৪৯
পুলিশের ধাওয়া খেয়ে ধানমন্ডির বিভিন্ন গলিতে জুলাই যোদ্ধারা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ স্বাক্ষর হবে বহুল প্রতীক্ষিত জুলাই সনদ। এতে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা আমন্ত্রিত।এর আগে শুক্রবার দুপুরে অনুষ্ঠানস্থলে গিয়ে বিক্ষোভ করতে থাকে জুলাই যোদ্ধারা। পুলিশ তাদের সরে যাওয়ার আহবান জানায়। সরে না যাওয়ায় বল প্রয়োগের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জের ঘটনায় জুলাই যোদ্ধারা ধানমন্ডির ২৭ এর বিভিন্ন গলিতে অবস্থান নিচ্ছেন।


শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ধাওয়া খেয়ে লালমাটিয়া হাউজিং সোসাইটির গলিতে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। সেখান থেকেই পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুঁড়ছে তারা।


অপরদিকে, পুলিশ তাদের দিকে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।


পুলিশ ও এপিবিএন সদস্যরা মূল সড়কের মাঝখানে অবস্থান নিয়ে কিছুক্ষণ পরপর আন্দোলনকারীদের উদ্দেশ্যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। তাদের ছত্রভঙ্গ করে দেওয়া।


লালমাটিয়ার গলির পাশাপাশি মিরপুর রোডের কলাবাগান এলাকার দিকেও বেশকিছু জনতাকেও জুলাই যোদ্ধাদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে।


সকাল থেকেই জুলাই যোদ্ধাদের একাংশ জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করছিলেন। সংসদ ভবনের ভেতরে যোদ্ধাদের আরেক অংশ অনুষ্ঠানস্থলে ছিলেন। এক পর্যায়ে বাইরে থাকা আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নং গেট ভেঙে ভেতরে ঢুকে যায়। পরে ভেতরে থাকা জুলাই যোদ্ধারা বাইরে চলে আসে। এরপরই শুরু হয় সংঘর্ষ।


পুলিশকে সেখানে অবস্থানকারীদের লাঠিপেটা করতে দেখা যায়। এ সময় ‘জুলাই যোদ্ধাদের’ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com