ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে 'তারুণ্যের অগ্রযাত্রা'র সচেতনতামূলক সাইকেল র‍্যালি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৫:৩৫
ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে 'তারুণ্যের অগ্রযাত্রা'র সচেতনতামূলক সাইকেল র‍্যালি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অগ্রযাত্রা এ র‍্যালির আয়োজন করে।


রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ থেকে এ র‍্যালি বের হয়।


কলেজের অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম র‍্যালির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের অগ্রযাত্রা সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান, ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি আনিসুর রহমান।


পরে র‍্যালিটি সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সফর করে। পরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।


এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাধুহাটি ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী। সমাবেশে বক্তারা বলেন, জীবন অমূল্য। একটি ভুল সিদ্ধান্ত সারাজীবনের জন্য কষ্টের কারণ হতে পরে। রাগ বিরাগ ও অভিমানের বশবর্তী হয়ে অনেকে আত্মহত্যার মতো ভুল পথে পা বাড়ায়। আত্মহত্যা কখনোই কোনো সমস্যার সমাধান নয়। এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
র‍্যালিতে সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com