সাভারে কোটি টাকা মূল্যের বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৫:০৯
সাভারে কোটি টাকা মূল্যের বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে কষ্টি পাথরের তৈরি ১৬৫ কেজি ওজনের একটি কালো রঙের বিষ্ণু মূর্তিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে সাভারের হেমায়েতপুরের ফুটওভার ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে কষ্টি পাথরটি উদ্ধার করেন পুলিশ।


পুলিশ জানায়, রাতে সাভারের হেমায়েতপুরে কষ্টি পাথর বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কষ্টি পাথর বেচা কেনার সময় ১৬৫ কেজি ওজনের কষ্টি পাথরসহ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোয়ালমারী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, বিদেশে পাচারের উদ্দেশ্যে কষ্টি পাথরটি সেখানে বেচা কেনা হওয়ার কথা ছিল।


গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com