নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৬ জেলেকে কারাদণ্ড
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০০:৩১
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৬ জেলেকে কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ শিকারের অপরাধে ১৬ জেলেকে আটকের পর ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একজন অপ্রাপ্তবয়স্ক তরুণকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।


বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার কালীতলা ঘাট হতে কালুখালী মোহনা এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জব্দ করা হয় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি মা ইলিশ।


পরে রাজবাড়ীর সহকারী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাদ আহম্মেদের ভ্রাম্যমাণ আদালতে আটককৃত জেলেদের হাজির করা হলে আদালত প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন।


রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব উল হক বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা-পরিবহন করা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com