
“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কর্মসূচি” শীর্ষক কার্যক্রমের আওতায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’ বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর, বৃহস্পতিবার নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক।
নরসিংদী জেলা তথ্য কর্মকর্তা মো. ওয়াইদুল কাবির মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মো. ইউসুফ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’ সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তৃষা জাফরীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার আফসানা আখতার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু ও কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যমের কর্মীদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, নরসিংদী জেলায় মোট ৬ লাখ ১৫ হাজার ৭২২ জন শিশু কিশোরের মাঝে এই টিকা প্রদান করা হবে। নয় মাস থেকে পনের বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নব শ্রেণি/ সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা দেয়া হবে।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]