
ঢাকার আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকায় দীর্ঘ ২০ বছর ধরে ব্যবহৃত একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা বন্ধের চেষ্টা করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে এলাকায় কয়েক দফা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরবর্তীতে ভুক্তভোগীরা আশুলিয়া থানায় অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, কাঠগড়া নয়াপাড়ার বাসিন্দা আবুল কালাম আজাদ ওরফে কায়দা (৪০), পিতা মৃত বাবু পালোয়ান, দীর্ঘদিন ধরে এলাকার চলাচলের একমাত্র রাস্তাটি দখলের চেষ্টা করে আসছেন।প্রায় ২০ বছর আগে মৃত বাবু পালোয়ানের অনুমতিতে স্থানীয় ইউপি মেম্বার আব্দুল লতিফের উদ্যোগে এলাকার বাসিন্দাদের সহায়তায় ১২ ফিট প্রশস্ত কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। ওই রাস্তাটি দিয়ে বর্তমানে প্রায় ৩ হাজার মানুষ দৈনন্দিন চলাচল করে আসছে। তবে সম্প্রতি বাবু পালোয়ানের মৃত্যুর পর তার ছেলে কায়দা ওই রাস্তাটির একপাশে সিমেন্টের খুঁটি বসিয়ে টিনের বেড়া এবং অন্যপাশে মাটি উঁচু করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় স্থানীয়দের প্রতিবাদের মুখে তিনি সাময়িকভাবে কাজ বন্ধ করলেও পরবর্তীতে প্রতিবেশী আয়শা নামের এক নারী থানায় লিখিত অভিযোগ দাখিল করলে কায়দা আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর থেকে তিনি এলাকাবাসীর প্রতি হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রাশেদ মবিন আশঙ্কা প্রকাশ করে বলেন, বিবাদী কায়দা খুব খারাপ প্রকৃতির লোক। যে-কোনো সময় সে আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে।
তিনি আরও জানান, রাস্তা বন্ধ হয়ে গেলে অ্যাম্বুলেন্স, রোগী পরিবহণসহ বাড়ি নির্মাণ সামগ্রী আনা-নেওয়ায় মারাত্মক সমস্যা হবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]