
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়ায় ভ্যান ভাড়া যাওয়াকে কেন্দ্র করো বাবা-ছে্লেকে কুপিয়ে জখম করেছে এক দূর্বৃত্ত। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে সদর উপজেলার গোয়ালপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে ।
আহতরা হলেন হরিশংকরপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও জাহাঙ্গীর আলমের ছেলে ইজাজুল। ঘাতক শিমুল পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার সময় ভুক্তভোগী জাহাঙ্গীর ভ্যান নিয়ে গোয়ালপাড়া বাজারে অবস্থান করছিলো । সে সময় এশার আযান দিলে নামাজে যাবার জন্য প্রস্তুতী নেয় ভ্যান চালক জাহাঙ্গীর । সে সময় ঘাতক শিমুল এসে নিজ গ্রাম ঘোড়ামারায় ভাড়ায় যেতে চায় । কিন্তু ভ্যানচালক জাহাঙ্গীর নামাজ পড়বে বলে যেতে রাজী না হলে শিমুলের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিমুলের কাছে থাকা দা দিয়ে ভ্যান চালক জাহাঙ্গীরকে এলোপাতাড়ি কুপাতে থাকে । সে সময় ছেলে চানাচুর বিক্রেতা ইজাজুল বাবাকে বাচাতে ছুটে আসলে শিমুল তার ঘাড়ে দা দিয়ে কোপ দেয়। স্থানীয়রা ছুটে আসলে ঘাতক শিমুল পালিয়ে যায় । পরে এলাকাবাসী তাদের দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের ডা. মেফতাহুল জান্নাত বলেন, আমরা গুরুত্বর অবস্থায় পেয়ে প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়েছি। তবে আশংকাজনক হওয়ায় দুজনকেই ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আসামীকে ধরতে আমাদের পুলিশ কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]