ধামরাইয়ের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৫:৪৫
ধামরাইয়ের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছন সেনাবাহিনী। এ সময় তাদের নিকট থেকে ভারতীয় ভিসা লাগানো পাসপোর্টসহ নগদ টাকা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


আটককৃতরা হলেন- ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন (৫৮), ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হকসুজন (৪৫), ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান (৪২), নবযুগ কলেজের ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম (৩০) ও ছাত্রলীগ নেতা আহাদ হোসেন (৩২) ।


সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারেন ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন তার লোকজন নিয়ে আশুলিয়ার নবীনগর এলাকায় অবস্থান করছেন। পরে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মোহাদ্দেস সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে।


আটককৃতরা সবাই জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা হত্যা মামলার আসামি।


এসময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, একটি ভারতীয় পাসপোর্ট, একটি খালি সিরিঞ্জ ও দুই পিচ ইয়াবা ট্যাবলেটসহ নগদ ১৩ হাজার ৭৩৫ টাকা উদ্ধার করা হয়। পরে তাদেরকে ধামরাই ধানায় হস্তান্তর করা হয়েছ।


গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড আপস আরাফাতুল ইসলাম।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com