শালিখায় এসডিএফ-এর আয়োজনে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৩:৫৩
শালিখায় এসডিএফ-এর আয়োজনে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাগুরার শালিখায় এসডিএফ মাগুরা জেলার আয়োজনে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ৷ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন( এসডিএফ) মাগুরা জেলা অফিস এর আয়োজনে


সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, মো. জাকির হোসেন মাগুরা জেলা ব্যবস্থাপক এসডিএফ ৷ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. বনি আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আব্দুল ওহাব জেলা কর্মকর্তা (জীবিকায়ন) ৷


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, প্রাণী সম্পাদক কর্মকর্তা শাহারিন সুলতানা, আব্দুল আওয়াল উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরা, শালিখা থানা অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া, সমাজ সেবা কর্মকর্তা মোছা. নাছিমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লাল্টু মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, জনস্বাস্থ্য কর্মকর্তা গোলাম শরিফ৷ কর্মশালায় প্রধান অতিথি মো. বনি আমিন বলেন, সমন্বিত কর্মসূচির সহায়তায় দারিদ্র্য বিমোচনের মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তাদের ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি নিরসন ও বিপদাপন্নতা হ্রাস এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করছে এসডিএফ৷ তিনি আরও বলেন, গর্ভবতী নারীর স্বাস্থ্য, পুষ্টি ও নরমাল ডেলিভারি তে স্বাস্থ্যকর্মীদের যথাযথ চেষ্টা অব্যাহত রাখবেন বলে আমি আশা করি৷


বিবার্তা/মনিরুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com