
ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় পৃথক বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে সদর উপজেলার আড়মুখী ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। তারা দুইজনই মাঠে কৃষি কাজ করছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে সদরের আড়মুখী গ্রামের শিমুল বিশ্বাস বাড়ির পাশের মাঠে নিজ জমিতে কৃষি কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে অন্যদের সঙ্গে বাড়ি ফিরে আসছিলেন । হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় সে । অন্যদিকে, শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের হুরমত শেখ বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফিরতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝিনাইদহে পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে ।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]