
সাভারে হানি ট্র্যাপের শিকার এক ভিকটিমকে উদ্ধার এবং নারীসহ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনাগাড়ি জব্দ করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে সাভার মডেল থানা থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাজেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।
এর আগে গতকাল বিকেলে সাভারের জামশিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, রংপুর জেলার পীরগাছা থানার তালুকো গ্রামের মো. জয়নালের ছেলে শরিফুল (২৫), একই থানার ২নং সতাং গ্রামের মো. আ. হাকিমের ছেলে মো. জয়নাল (২৫), ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের আ. রাজ্জাকের মেয়ে সকাল আনমনা (১৯), শেরপুর জেলার নকলা থানার নাইরোন খোলা বাজার এলাকার মো. বজলুর মিয়ার ছেলে মো. কাওসার হোসেন কনক (২০)।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ফাঁদে ফেলে মুক্তিপন দাবি করে আসছিল। সাভার থানা পুলিশের অভিযানে চক্রটির চার সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]