
নরসিংদী পৌর শহরে চাঁদা আদায়কালে বাঁধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শহরের আরশীনগর এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের বাধা ও দুই চাঁদাবাজকে আটকের ঘটনায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ওপর হামলা চালায় চাঁদাবাজ দুর্বৃত্তরা। এতে আহত হন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহযোগিতায় সঙ্গীয় পুলিশ সদস্যরা অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়।
এই ঘটনায় রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, এই ঘটনায় এই পর্যন্ত ৭জনকে আটক করেছে পুলিশ। তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না, পরে আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত জানানো হবে।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]