
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মরহুম এ.কে.এম সিরাজুল হক ( সিরুমিয়া) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকালে স্থানীয় খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে বিজয়ী হয়েছেন কোটচাঁদপুর ফুটবল একাদশ।
গত ৫ আগস্ট কোটচাঁদপুর খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। এতে ৮টি দল অংশ গ্রহন করেন। শনিবার ছিল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
এতে মুখোমুখি লড়াই করেন, কোটচাঁদপুর ফুটবল একাদশ বনাম যশোর ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য অবস্থায়। তবে লড়াই ছিল চোখে পড়ার মত। এরপর খেলার দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে পেনাল্টি পায় কোটচাঁদপুর ফুটবল একাদশ।
এর সুবাদে ১-০ গোলে এগিয়ে যায় কোটচাঁদপুর ফুটবল একাদশ। এরপর থেকে অভয় দলে হাড্ডাহড্ডি লড়াই চলে। তবে যশোর ফুটবল একাদশ কোন গোল করতে না পারলেও কোটচাঁদপুর একাদশ আরো একটা গোল করেন। এর কিছুক্ষন পর শেষ বাশি বাজান রেফারি। খেলায় ২-০ গোলে জয়লাভ করেন কোটচাঁদপুর ফুটবল একাদশ।
পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করা হয়। চ্যাম্পিয়ন দলকে ৬০ হাজার ও রানার্স আপ দলকে ৪০ হাজার টাকা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদীদল বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক ও ঝিনাইদহ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে এম আমিরুজ্জামান খান শিমুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক পৌর প্যানেল মেয়র ও সাহস সেবা সংস্থার সভাপতি খোন্দকার শরাফত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, খেলার প্রধান পৃষ্ঠপোষক কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যপক আব্দুর রাজ্জাক, সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সবুর খান,
সরকারি কে এম এইচ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আমানুল্লাহ্। এ ছাড়া উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাহস সেবা সংস্থার সাধারণ সম্পাদক রুস্তম আলী প্রমূখ।
খেলার সঞ্চালনায় ছিলেন নূরুল ইসলাম বাবু ও মনির মুন্না। খেলায় রাজনৈতিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং হাজার হাজার ফুলবল প্রেমীরা ফাইনাল খেলা উপভোগ করেন।
খেলা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]