
বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় ৩ দফা দাবিতে পরিবহন ধর্মঘট সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে আন্তঃজেলা বাস মালিক সমিতি।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে একটি মিছিল বাগেরহাট খুলনা মহাসড়কের ট্র্যাফিক মোড় প্রদক্ষিণ করে বাস টার্মিনালে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মীনা মতিউর রহমান, সহ সম্পাদক আব্দুল খালেক মোড়ল, সড়ক সম্পাদক নাছিম আহমেদ শাকিল প্রমুখ বক্তব্য দেন।
মালিক সমিতির দাবি, বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার বন্ধ, মহাসড়কে রুট পারমিটবিহীন পরিবহন ও অবৈধ নছিমন-করিমন চলাচল বন্ধ করতে হবে।
দাবি বাস্তবায়ন না হলে বাগেরহাটসহ পার্শ্ববর্তী ৫ জেলার ৭টি বাস মালিক সমিতি আগামী ৬ অক্টোবর থেকে অনির্দিষ্টি কালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]