
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১২ লক্ষাধিক টাকার মাদক ও নকল বিড়ি উদ্ধার হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে ৩ জন।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন অধীনস্থঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৮- এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিগঞ্জ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকার হানিফ দফাদারের ছেলে রাজু আহমেদ (২৭) ও মৃত. ফরমান মণ্ডলের ছেলে জালাল মন্ডল (৫০) এবং একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামের মৃত নিজাম আলীর ছেলে সুখচান আলী (৩৩) কে ভারতীয় ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মাদক ক্রয় বিক্রয়ের নগদ টাকা সহ আটক করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে ভেড়ামারা বারমাইল হাইওয়ে সড়কে বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৯ হাজার ৪০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়।পৃথক অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় মাদক ও চোরাই পণ্যের সিজার মূল্য ১২ লক্ষ ৩২ হাজার ২৯০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
মাদকসহ আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া চোরাচালানি পণ্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।
বিজিবি জানায়, মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারি আটকসহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]