
প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লে. জেনারেল (অব:) আব্দুল হাফিজ (উপদেষ্টা পদমর্যাদা) বুধবার বিকেলে নরসিংদী শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন মহানবমী পূজোতে তিনি শহরের বাগ বিতান ক্লাব দুর্গা মন্দির (গোপিনাথ জিউর আখড়া ধাম) পরিদর্শনে গেলে তাকে স্বাগত জানান নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি দীপক রঞ্জন বর্মন প্রিন্স, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাস, গোপিনাথ জিউর আখড়া ধামের সভাপতি বিনয় সাহা প্রমুখ।
এসময় তার সাথে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, নরসিংদী ডিডিএলজি ও নরসিংদী পৌরসভার প্রশাসক মোঃ মনোয়ার হোসেনসহ উর্ধতন কর্মকর্তাগণ।
মন্ডপের প্রতিমা পরিদর্শনকালে লে. জেনারেল (অব:) আব্দুল হাফিজ বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত। এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই এক সাথে ভাই ভাই হিসেবে বসবাস করে আসছে। তিনি শারদীয় দুর্গোৎসবে সবাইকে শুভেচ্ছা জানান।
পরে তিনি শহরের আরো কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]