মোরেলগঞ্জে চাঁদার দাবিতে হামলা-লুটপাটের অভিযোগ
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৬
মোরেলগঞ্জে চাঁদার দাবিতে হামলা-লুটপাটের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে পাঁচ লক্ষ টাকা চাঁদার দাবিতে এক সৌদি প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।


সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার জিউধরা ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা মো. দুলাল হাওলাদার স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের কাছে এ অভিযোগ করেন।


দুলাল হাওলাদারের অভিযোগ, সৌদি আরবে কর্মরত তার ছেলে কাওছার হাওলাদারের পাঠানো টাকায় তাদের বাড়িতে একটি একতলা ভবনের নির্মাণ কাজ চলছে। কাজের শুরু থেকেই ওই এলাকার রফিকুল হাওলাদারের নের্তৃত্বে একদল সন্ত্রাসী ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। অব্যাহত হুমকির ভয়ে জীবন বাচাঁতে এবং ভবনের নির্মাণ কাজ চালিয়ে যেতে দুই দফায় ১ লক্ষ টাকা চাঁদা দেওয়া হয় চাঁদাবাজদের। এতেও শেষ রক্ষা হয়নি বাকি ৪ লক্ষ টাকার দাবিতে গত ৯ সেপ্টেম্বর রফিকুল তার বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হাজির হয় এবং চাঁদার বাকি টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় চাঁদাবাজরা দুলাল হাওলাদারের উপর হামলা করে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে দুলাল গুরতর আহত হয়। এ সময় দুলালকে বাঁচাতে এগিয়ে আসা কমপক্ষে পাঁচজন আহত হয়। গুরতর আহত দুলাল হাওলাদারকে উদ্ধার করে প্রথমে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


তার অভিযোগ, হামলাকারী চাঁদাবাজরা ঘরের আলমারি ভেঙ্গে স্বর্ণের চেইন, দুল, নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুটে নেয়। এছাড়া, ভবনের কাজে মজুদ রাখা মালামাল ভাঙচুর করে হামলাকারী চাঁদাবাজরা। এ ঘটনায় আহত দুলালের স্ত্রী নাছিমা বেগম বাদি হয়ে বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেটের আদালতে মামলা দায়ের করেছেন।


নাছিমা বেগম বলেন, মামলা করার পর আসামিদের হুমকিতে আতঙ্কে রয়েছেন তার পরিবার। প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে আসামীরা। তিনি, অনতিবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com