
মোংলায় দুর্গাপূজা মন্ডুপের নিরাপত্তা পরিদর্শনে করেন নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসাইন।
সোমবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুর ১ টায় মোংলার দিগরাজ বাজার সর্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মোংলার দিগরাজ বাজার সর্বজনীন পূজা মণ্ডুপ পরিদর্শন করেন। এছাড়াও উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সহ বিভিন্ন মন্দিরে পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার বিষয় পুরোহিত, পূজা আয়োজক কমিটিকে অবগত করা হয়। মন্দির এলাকাগুলোতে কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায় নৌ-বাহিনী। মন্দির পরিদর্শন কালে বানৌজা মোংলা'র অধিনায়ক ক্যাপ্টেন মাসুদুর রহমান জাহিদ সহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় তিনি পুরোহিত, পূজা আয়োজক কমিটি, সনাতন ধর্মাবলম্বী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও পরিদর্শনকালে তিনি মাঠপর্যায়ের প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম পর্যবেক্ষণ করেন। শারদীয় দুর্গাপূজা সবার জন্য শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা অপতৎপরতা প্রতিহত করতে নৌবাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]