
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেছেন, দৌলতপুরে হিন্দু-মুসলিম কোন বিভেদ নাই, আমরা সবাই ভাই ভাই। এখানে কে হিন্দু কে মুসলমান সেটা বড় প্রশ্ন না, আমরা সবাই একসাথে বাস করতে চাই। আমি আসা করি খলিসাকুন্ডি সহ বিভিন্ন এলাকার পূজা মন্ডপে বিএনপি দলীয় নেতা-কর্মীরা আপনাদের পাশে থাকবে এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।
তিনি বলেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আগামীতে আপনাদের সব দাবি পূরণ করা হবে। যেকোনো সমস্যায় আপনাদের পাশে আছি এবং থাকবো।
জামায়াত প্রসঙ্গে বাচ্চু মোল্লা বলেন, বাংলাদেশে নির্বাচন নিয়ে একটি চক্রান্ত হচ্ছে জামায়াতে ইসলামের। চক্রান্ত করে জামায়াত যদি ক্ষমতায় আসতে পারে তা’হলে আপনাদের সমস্যা হবে। আমরা কিন্তু (বিএনপি) আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না। আমাদের বিএনপি’র মহসচিব গণমাধ্যমকে বলেছেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে চাই, সেখানে আওয়ামী লীগও নির্বাচন করবে এটা আমাদের দাবি, এটা আমাদের মহাসচিব বলেছেন। আমরা চাইনা কোন রাজনৈতিক দলকে এদেশ থেকে নিষিদ্ধ করা হোক। আপানদের অনুরোধ করবো আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে সরকার গঠনে সহযোগিতা করবেন।
তিনি বলেন, জামায়াত ইসলাম চক্রান্ত করছে পিআর পদ্ধতিতে নির্বাচনের। পিআর পদ্ধতি কি এদেশের জনগণ বুঝে? পিআর মানে রেসিও ভিত্তিতে এমপি নির্বাচিত হবে, ভোট হবে প্রতীকে। তার মানে তারা সরাসরি নির্বাচন করতে ভয় পাই। এদেশের মানুষ ৭১’র যুদ্ধ অপরাধীদের ভোট দিবে না। যারা '৭১ সালে দেশ স্বাধীনে বিরোধিতা করেছে তারাই এখন বিভিন্ন চক্রান্ত করছে। আমার উপজেলার এমপি নির্বাচন করবে জনগণ, তাই আমরা পিআর পদ্ধতি চাই না। সরকারও পিআর পদ্ধতি চাই না, নির্বাচন কমিশনও পিআর পদ্ধতি চাই না। জনগণের সরাসরি ভোটে এমপি নির্বাচিত হবে, যারা সংখ্যাগরিষ্ট আসন পাবে তারাই সরকার গঠন করবে। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনে সহায়তা করবে এবং তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিষ্টান, কে বৌদ্ধ সেটা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই এক এবং আমরা সবাই বাংলাদেশের মানুষ। যার যা ধর্ম তা পালন করবে এটাই বিএনপি চাই। আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো। আপনাদের কোন সমস্যা হলে আমাদের জানাবেন। ইনশাল্লাহ আপনাদের পাশে ছিলাম এবং থাকবো।
২৮ সেপ্টেম্বর, রোববার দুপুরে খলিসাকুন্ডি পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি শারদীয় দুর্গোৎসবকে সার্বজনীন উৎসবে পরিণত করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দেন । এরপর তিনি ওমরপুর পুজা মন্ডপসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা আয়োজক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার সাথে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক হরুন অর রশিদ, দৌলতপুর ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল, যুবদল নেতা লিটন জোয়াদ্দার ও শিক্ষক নেতা মাহবুবুর রহমান।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]