
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭শ পিস ইয়াবাসহ নাজমুল হোসাইন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ ১০ হাজার টাকা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল শহরের জোয়ার্দ্দারপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত নাজমুল হোসাইন জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন রামনগর ক্লাবমোড়ের মৃত মানোয়ার হোসেনের ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, আটক নাজমুল এক সহযোগীসহ চুয়াডাঙ্গা অ্যাকাডেমি মোড় থেকে বড়বাজারের দিকে আসছিল। এসময় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের সামনে পৌঁছলে তাকে দাঁড় করানো হয়।
এসময় তার হাতে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করয়া হয়। ব্যাগের মধ্যে খাকি রঙের কসটেপ দিয়ে মোড়ানো ৩০টি প্যাকেটে মোট ৫ হাজার ৭শ পিস নীল রঙের প্লাস্টিকের জিপারে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে নাজমুল হোসাইনের অপর সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃত এবং পলাতক আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চুয়াডাঙ্গা জেলাজুড়ে অব্যাহত আছে। নিয়মিত পরিচালিত হচ্ছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে জেলা পুলিশের সব ইউনিট যখন একযোগে অভিযান চালাচ্ছে।
বিবার্তা/সাঈদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]