
মোংলার সুন্দরবন থেকে আসা ২টি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন-বিভাগ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মংলামা বৈদ্য মারি এলাকা থেকে হরিণ ২টি কে উদ্ধারের পর সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, শনিবার সকালে মোংলার বৈদ্য মারি এলাকায় ২ টি চিত্রা হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা বন-বিভাগকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে দ্রুত হরিণ ২টিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হরিণগুলোকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সকাল ১১টার দিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া চিত্রা হরিণের বয়স প্রায় ৭-৮ বছর বলেও জানান ওই বন কর্মকর্তা।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]