মোংলায় বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫২
মোংলায় বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে উদ্‌যাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।


শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল পশুর'র আয়োজনে সকালে হোটেল চত্বর থেকে বের হওয়া র‍্যালি পিকনিক কর্নার এলাকা প্রদক্ষিণ করে। এরপর মোংলা ও পশুর নদীতে অনুষ্ঠিত হয় নৌ র‍্যালি।


নৌ-র‍্যালিতে পর্যটন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও পর্যটন ব্যবসায়ীরা অংশ নেন। পরে হোটেল পশুর মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিবসটির আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলার সুন্দরবন জোন'র টুরিস্ট পুলিশ ইনচার্জ বিপ্লব কুমার নাথ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোটেল পশুরের ইউনিট ব্যবস্থাপক মো. শাহজাহান খাঁন, প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান ও সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, পরিবেশবিদ নুর আলম শেখ, ট্যুরিস্ট ব্যবসায়ী আ. কাদের, মো. এমাদুল, মো. দেলোয়ার, মো. আনিস, ব্যবসায়ী হাবিব মাস্টার। এছাড়াও এ অনুষ্ঠানে পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


এ সময় বক্তারা বলেন, সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যেন কোন প্রকার হোটেল ও নৌযান ভাড়ার ক্ষেত্রে প্রতারণার শিকার না হন। সেজন্য পর্যটন করপোরেশন ও পর্যটন ব্যবসায়ীদের একসাথে কাজ করতে হবে। নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে পর্যটকদের সুন্দরবন ভ্রমণের গাইড থাকতে হবে। যাতে যাতায়াত, থাকার হোটেল ও ভ্রমণের নৌযানের ভাড়া নির্ধারণ থাকবে। অন্যথায় পর্যটকের পদে পদে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়। এছাড়া কোন টুরিস্ট যেন পুলিশের হয়রানীর শিকার না হয় সে দাবি জানান বক্তারা।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com