
চেক প্রত্যাখানের দুইটি মামলায় সাজাপ্রাপ্ত নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে নড়াইল সদর উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে নড়াইল সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে তার বিরুদ্ধে এনআই অ্যাক্টের (নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট) দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিছালী ইউনিয়নের চাকই বাজারে অভিযান চালায় সদর থানা-পুলিশের একটি দল। এসময় বাজারের একটি মাছের আড়ৎ থেকে তাকে গ্রেফতার করা হয়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বলেন, “এনআই অ্যাক্টের দুটি মামলা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুককে গ্রেফতার করা হয়েছে।
বিবার্তা/শরিফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]